প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০:১২
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব প্রমুখ।
ক্যাপশন: ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।