প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০:৫১
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ কৃষকলীগ হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার আয়োজনে "কৃষকলীগের কর্মী" সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হাকিমপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী জনার্দ্দোন চন্দ্র রায় এর সভাপতিত্বে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সদরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ কৃষকলীগের নেতাকর্মী বৃন্দ।