প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫২
করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা গ্রহণ করেননি এমন মানুষদের টিকার আওতায় আনতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী হাটে আসা মানুষদের টিকা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে না গিয়ে শ্রমজীবী মানুষ যাতে সহজেই রেজিষ্ট্রেশন ছাড়া প্রথম ডোজ টিকা নিতে পারেন সেজন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভূরুঙ্গামারী হাটে আসা মানুষ যারা টিকা নিতে ইচ্ছুক কিন্তু প্রথম ডোজ টিকা নিতে পারেরনি তাদেরকে প্রথম ডোজ টিকা দেয়া হয়।
ভূরুঙ্গামারী হাটে আসা পাথরডুবী ইউনিয়নের লিয়াকত আলী জানান, হাটে কেনাকাটা করতে এসে করোনার টিকা নেয়া যাবে এটা চিন্তাও করিনি। রেজিষ্ট্রেশনের ঝামেলা ছাড়াই টিকা নিলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, অধিক সংখ্যক মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে হাটে আসা মানুষ যার প্রথম ডোজ টিকা নেয়নি তাদেরকে টিকা দেয়া হয়েছে। এছাড়া বাসস্ট্যান্ড ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে প্রথম ডোজের টিকা দেয়া হবে।