প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ৩:১
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুিদ্দন খান (বিপিএম-বার)। আজ রবিবার বরিশালে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল হাসান সহ পুলিশের সকল ইউনিট।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর আজ সকালের একটি ফ্লাইটে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বরিশালে এসে পৌঁছান। এয়ারপোর্ট থেকে সরাসরি তার বাসভবনে গেলে সেখানে তাকে হাউজ গার্ড সালামি প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।
পরে বিএমপি কমিশনারের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল হাসান। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগ ও পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত: গত ২৩ জানুয়ারি রবিবার বিকেলে পুলিশ সদরদপ্তরে মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) সহ সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি'র র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহম্মেদ। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের সহধর্মিণীরা। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সঙ্গে তাদের সহধর্মীনিরাও উপস্থিত ছিলেন।