প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ৩:৩৯
মেহেরপুরে আবুল বাসার (৫৫) নামক এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২৬শে জানুয়ারী) বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে ঘটনাটি ঘটে। নিহত আবুল বাসার আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক তৈরি করেন।
এসময় একটি কোমল পানীয় কোম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরোধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে।
আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসে। তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদারা খান জানান, ঘটনাস্থল পুলিশের টিম পাঠানো হয়েছে।