প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ২৩:১৪
শেরপুরে একটি জীবিত তক্ষকসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ কন্যাডুবী গ্রামে অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে আটক করা হয়। পরে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার সমেশচূড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
র্যাব জানায়, গোপন খবরে র্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃণাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালায়। উদ্ধার তক্ষকটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
মৃণাল কান্তি সাহা জানান, দীর্ঘদিন ধরে সাইদুল শেরপুরের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক বেচা-কেনা ও ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, থানায় মামলা দায়েরের পর সাইদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।