প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ০:৪০
গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে পাঁচ লাখ চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (০৩ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেনে।
গ্রেপ্তার যুবকের নাম চিত্ত রঞ্জন দাস ওরফে সুমন মিয়া। তিনি একজন নব মুসলিম। গ্রেপ্তার সুমন কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত রগুন চন্দ্র দাসের ছেলে। গত ১২ বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুমন মিয়া নাম ধারণ করে। পরে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের প্রতারণার কাজে জড়িয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত ২২ ডিসেম্বর রাতে রাজধানীর শ্যামলী এলাকায় ডিবি পুলিশের সোর্স হুমায়ুন ও বাবু নামে অনলাইন পোর্টালের এক সাংবাদিকের সঙ্গে একত্রিত হয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে সুমন। এ সময় সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মোবাইলে ফোন করে নিজেকে ডিজিএফআিই এর লোক পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর অভিযুক্ত সুমন কয়েক দফায় ফোন করে দাবিকৃত চাঁদার টাকা দিতে চাপ সৃষ্টি করেন এবং একটি বিকাশ নাম্বরও দেয়।
এ ঘটনায় তৈমুর আলম খন্দকার গত ১ জানুয়ারি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুলিশ মোবাইল কল লিস্টের সূত্র ধরে তদন্ত শুরু করে। ২ জানুয়ারি রাতে আবারও সুমন তৈমুর আলমকে ফোন করে চাঁদা দাবি করলে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়। রাজধানীর উত্তর আদাবর এলাকায় অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করা হয় সুমনকে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জানান, মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়াই ছিল আসামি সুমন ও তার সহযোগীদের উদ্দেশ্য। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।