প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ২:৪৭
ময়মনসিংহের ত্রিশালে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা-পুলিশ।
ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের জনৈক আব্দুল কদ্দুসের জমিতে রোববার সকালে ৩০ থেকে ৩৫ বছর বয়সি এক অজ্ঞাত নারীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়।
পরে ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, নারীর পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।