প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ২:৩০
দেবীদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজ'র বার্ষিক ফলাফলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
সোমবার সকাল ১০টায় মাশিকাড়া স্কুল এন্ড কলেজে'র প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন'র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি উপজেলার মাশিকাড়া অবস্থিত রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজে'র ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, পরিচালক মোঃ রাশেদ হাছান, গুনাইঘর দক্ষিণ ইউপি সংরক্ষিত মহিলা আসনের (৭,৮,৯ নং ওয়ার্ড) সদস্য তাছলিমা বেগম।
এছাড়াও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।