প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ০:৪৯
আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।
প্রকল্পের সুপার ভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় ও আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইক্রো ফাইন্যান্স কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম মিজানুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন প্রতিবন্ধীকে ১০ কেজি করে চাউল, কেজি ডাউল, ৩ কেজি আলু, ১ লিঃ সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং মাস্ক ও সাবান এর প্যাকেজ প্রদান করা হয়।