প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ৩:৪
রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের সামনে রেললাইনের ধারে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আশিক হোসেন (১৭)। সে ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। ঝালকাঠীর শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় তার কয়েকজন বন্ধু উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে।
আশিকের বন্ধু লাবণ্য আক্তার জানিয়েছেন, আশিক কিছু আগে ঢাকার উত্তরার রানাভোলায় বড়ো ভাই আরিফ হোসেনের কাছে এসেছে। সেখানে সে বড়ো ভাইয়ের কনফেকশনারি দোকানে কাজ করতো। বিজয় দিবসে তারা বেড়াতে বের হয়। বেড়ানো শেষে আমার বাড়ি এগিয়ে দিতে গিয়ে খিদমা হাসপাতালের সামনে রেল লাইন পার হাচ্ছিলাম। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।
আশিকের বড়ো ভাই আরিফ হোসেন বলেন, সকালে ঘুরে বের হয়েছিল। পরে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।