https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রাস উৎসব শুরু কুয়াকাটায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ২২:৫৫

শেয়ার করুনঃ
রাস উৎসব শুরু কুয়াকাটায়

সাগরকণ্যা পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী রাস পূজা অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সতের জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে রাস পূজার অধিবাস শুরু হয়। এসময় ভাগবত পাঠ, আরতী, শাক, উলু-শঙ্খধ্বনি এবং নাম কির্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন।

কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে শুক্রবার ঊষালগ্নে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পূণ্য লাভের আশায় গঙ্গাস্নান করবে আগত পূর্ণার্থীরা। ইতিমধ্যে কুয়াকাটায় পূণ্যার্থীদের আগমন শুরু হয়েছে। ধর্মীয় আচার-আনুষ্ঠানের মধ্যেই এ উৎসব চলবে ৩দিন। দর্শনার্থী, পূণ্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় কয়েক স্তরের নিরাত্তার দায়ত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। থাকছে মেডিকেল টিম।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জেলা সিভিল সার্জন ডাক্তার মো. জাহাংগির আলম শিপন জানান, যেহেতু বহু লোকের সমাগম তাই কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা দিবেন এবং স্বাস্থ্য বিধি মানতে কুয়াকাটায় রাখা হয়েছে একাধিক মেডিকেল টিম।

কুয়াকাটা রাস পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বরন দাস জানান, বুধবার সন্ধ্যায় কুয়াকাটা শ্রীশ্রী রাঁধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে রাস পুজার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাতভর চলবে নাম কীর্ত্তন, ভাগবৎ পাঠ ও আরতী। পরের দিন-রাত আচার অনুষ্ঠান শেষে শুক্রবার ঊষালগ্ন থেকে রাস পূর্নিমা লগ্ন অনুযায়ী সাগর সৈকত কুয়াকাটার বীচে পাপ মোচন ও পুন্য লাভের আশায় নামবে পূন্যার্থী ও পর্যটকদের ঢল। একই দিন সকালে সিবিচে অনেকেই আবার ভিন্ন ভিন্ন মানত করা পূজা দিবেন পুরোহীত এনে। তবে শুধু পূণ্যার্থীরাই নয়, নানা ধর্ম-বর্নের মানুষ মিলিত হবে রাস পূজা, সমুদ্র স্নানানুষ্ঠানে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুয়াকাটা পৌর সভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মন্দির ও সাগর সৈকত এলাকায় ভাসমান টয়লেট, পরিধেয় বস্ত্র পরিবর্তন সেড, পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, কুয়াকাটায় রাঁস পূর্নিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ পর্যটকদের উপচে পড়া ভীড় হবে তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরসহ জন-সমাগমস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। রয়েছে গোয়েন্দা নজরদারী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ স্থানীয় প্রশাসন সার্বক্ষনিক তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান দুধরচকীর

বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান দুধরচকীর

ইসরায়েলি তাণ্ডব পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।  তিনি বলেছেন, বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ বহিঃবিশ্বে নির্যাতিত মুসলমানদের পাশে ধারানোর আহবান জানিয়েছেন। বিশেষ করে ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের

ঈদের নামাজের নিয়ম ও ফজিলত

ঈদের নামাজের নিয়ম ও ফজিলত

ঈদের নামাজ ইসলামের অন্যতম বিশেষ ইবাদত, যা দুই রাকাত বিশিষ্ট এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আদায় করা হয়। ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও উভয় নামাজের মৌলিক নিয়ম এক।   নিয়ত করে তাকবিরে তাহরিমা বলার পর হাত বাঁধতে হয় এবং সূরা ফাতিহার পূর্বে অতিরিক্ত ছয়টি তাকবির বলা হয়। প্রথম রাকাতের তিনটি তাকবিরের পর হাত বাঁধতে হয় এবং

রমজানের শিক্ষা: তাকওয়া ও মানবতার বন্ধন

রমজানের শিক্ষা: তাকওয়া ও মানবতার বন্ধন

রমজানের অন্যতম শিক্ষা তাকওয়া অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। ২৮তম রোজা পার হয়ে মাহে রমজানের শেষ দশকও সমাপ্তির পথে। আমাদের তারাবিহ, তেলাওয়াত, দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়। রাসুলুল্লাহ (সা.) হাদিসে বলেছেন, অনেকে রোজা রাখলেও কেবল উপোস থাকা ছাড়া তাদের কিছুই অর্জিত হয় না, অনেকে রাত জেগে ইবাদত করলেও নিদ্রাহীনতা

রমজানের শেষ জুমার গুরুত্ব ও ফজিলত

রমজানের শেষ জুমার গুরুত্ব ও ফজিলত

পবিত্র রমজানের শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা। এ দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি রোজাদারদের স্মরণ করিয়ে দেয় যে মহিমান্বিত এ মাস বিদায়ের পথে। তাই দিনটির যথাযথ মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদা উপলক্ষে মুসল্লিরা মসজিদে বিশেষ ইবাদত ও দোয়ায় মশগুল থাকেন।   জুমার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুল (সা.) বলেছেন, এটি সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আদম (আ.)-কে

শবে কদরের রাতে রাজধানীর মসজিদে মুসল্লিদের ঢল

শবে কদরের রাতে রাজধানীর মসজিদে মুসল্লিদের ঢল

রাজধানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় মুসল্লিরা দলে দলে মসজিদে জড়ো হচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন মসজিদে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ইস্কাটন, বেইলি রোড ও পুরান ঢাকার বেশ কিছু মসজিদে মুসল্লিদের ঢল নামে।   বায়তুল মোকাররম মসজিদে দেখা যায়, মুসল্লিরা উত্তর-দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছেন।