প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০:৪৮
চতুর্থবারের মত ভোলা জেলার সকল ওসিদের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ। রোববার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, চতুর্থবারের মত শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ লালমোহনবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. মাকসুদুর রহমান মুরাদ।