প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ৪:২৪
মানবতার সেবক শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের উদ্যোগে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস ঐতিহ্যগাঁথা জানান দিতে ‘শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার আয়োজনে এবার,- ‘বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট নেতা প্রয়াত প্রবীণ শিক্ষক কমরেড নেপাল নাহা’র শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয় ‘দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন’র গোপালনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল।
শনিবার বেলা ২টা থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত ওই বিদ্যালয়ে ২৫ নম্বরের পরীক্ষায় বিদ্যালয়ের প্রায় চার শত ২০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের থেকে ২১ জন বিজয়ী প্রতিযোগীকে কৃতকার্য ঘোষণা করা হয়। দুই ক্যাটাগরিতে (প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারনে) ৩জন করে ৬জনকে সম্মাননা ক্রেষ্ট, শেখ রাসেলে জীবন কথা এবং অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে খাতা ও কলম উপহার দেয়া হয়।
‘শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা উদযাপন কমিটি’র আহবায়ক ও “পাশে আছি কোভিড-১৯ সেবা” ইনচার্জ শাহীনূর আক্তার লিপির সভাপতিত্বে এবং ‘শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা উদযাপন কমিটি’র সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন টিটু ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শেখ রাসেল কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিষ্ট, রাজনীতিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান বাবুল, গোপালনগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য এডভোকেট মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ মোবারক হোসেন ভূইয়া, মোঃ জামাল উদ্দিন সরকার, মোঃ ওমর ফারুক সরকার, মোঃ ইসরাফিল চৌধূরী, আমেনা আক্তার সোহেলী, সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ যুবলীগের সাধারন সম্পাদক এস,এম নিজাম, মোঃ জয়দল হোসেন প্রমূখ।
প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার তার বক্তব্যে বলেন, আমেরিকা প্রবাসী মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার তার নিজ এলাকা দেবীদ্বারে কোভিড-১৯’র চিকিৎসাসেবা, ঔষধ, খাদ্য, ফলফলাদীদানে সেবার পাশাপাশি দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র রোগিদের ব্যয়বহুল চিকিৎসা সহায়তা, গৃহহীনদের গৃহদান, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানে নানা বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এবার আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস ঐতিহ্যগাঁথা জানান দিতে ‘শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছেন।
আজকের আয়োজনটা ছিল একটি ব্যতিক্রমী আয়োজন, আর তা হল,- ‘বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট নেতা প্রয়াত প্রবীণ শিক্ষক কমরেড নেপাল নাহা’র শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয় ‘দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন’র গোপালনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কুইজ প্রতিযোগীতা। প্রয়াত প্রবীণ শিক্ষক কমরেড নেপাল নাহা’র কথা বঙ্গবন্ধু নিজেই লিখে গেছেন তার ‘অসমাপ্ত আত্মজীবনীর ৯৪ পৃষ্ঠায়।