
নেত্রকোনার ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২:১৭
শেয়ার করুনঃ

ময়মনসিংহ-নেত্রকোনার জারিয়া রেলপথে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে বুধবার সকালে ট্রেনের ধাক্কায় রোকেয়া আক্তার (৫৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রোকেয়া পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের সাহেব আলী’র স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পূর্বধলা রেল স্টেশন মাস্টার আব্দুল মোমেন জানান, রোকেয়া আক্তার ২০ বছর যাবৎ মানসিক সমস্যায় ভূগছিল। বুধবার সকালে তারাকান্দা গ্রাম দিয়ে যাওয়া রেললাইনে তিনি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় জারিয়া থেকে আসা ময়মনসিংহগামী ২৭২ আপ লোকাল ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
