প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ০:১৯
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে নবনির্বাচিত শ্রমিক নেতা ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে গণসংবর্ধনা প্রদান করলেন উপজেলা শ্রমিকরা।
শুক্রবার দুপুরে উপজেলার ভীমপুর বাসস্টান্ডে উপজেলা বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।পাঁচবিবি উপজেলা বাস শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় সেখানে জেলা মিনিবাস সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন,জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি ইকবাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতা ও জয়পুরহাট-হিলি রাস্তায় চলাচল করা বাসের ড্রাইভার, সুপারভাইজার,চেইন মাষ্টার ও সহকারি শ্রমিকরা উপস্থিত ছিলেন।