প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।জানা যায়, সাগর হালদার মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার বাইপাস সড়কের পাশে মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাৎস্য ব্যাবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় সাগর হালদারের জালে মাছটি ধরা পড়লে সে দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রয়ের উদ্দেশ্যে আনলে আমি নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ১ হাজার ৪৫০ টাকায় মাছটি কিনেছি। পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ময়মনসিংহের এক ব্যবসায়ীর কাছে ১৫ শত টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।