প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ২:৪৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী করতে ৭ ও ৮ নং ওয়ার্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি মোজ্জাফর হোসেনের সভাপতিত্বে অত্র ইউনিয়নে ৮নং ওয়াডের্র খাটাউচনা বাজারে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। যৌথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা হারুন উর রশিদ হারুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সদরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল আলী খান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে, সকল দিধা দন্দ ভূলে গিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।