প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৩
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী সুবোধ রায় (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভীমপুর গ্রামের শ্রী তরণী কান্ত রায়ের ছেলে।পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ও তার ছোট ভাই জানান,সুবোধের বাড়ির বিদ্যুৎ বোর্ডের সংযোগ লাইন ইঁদুর কেটে ফেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজেই সেই বোর্ডের লাইন ঠিক করার সময় বিদ্যুতের তার শরীরে জড়িতে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়।পরে পরিবারের লোকজন আহত অবস্থায় সুবোধকে চার্জার অটো যোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।