প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯
বকেয়া বেতন-ভাতার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। রাজধানীর কাঁচপুরে সিনহা গার্মেন্টস এলাকায় এ বিক্ষোভ চলে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।