প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫
আশাশুনি উপজেলার শোভনালীর গোদাড়া গ্রামের ধানক্ষেতের পানির ড্রেন থেকে ২যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদাড়া গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২২) ও মোস্তফা মোল্লার ছেলে আঃরশিদ মোল্লা (২৫)।স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে কবির পাড় মাঠে কাজ করতে যেয়ে মরদেহ দেখতে পায়।পরে পুলিশ কে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে মৃত্যুর কোন রহস্য জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আঃ হান্নান পাড় জানান,জমির মালিক আব্দুল কবির পাড় জমিতে ইদুরের উৎপাতের জন্য তার বোনের বাড়ী থেকে বিদ্যুৎতের তার টেনে জমিতে রেখে ছিল।তবে নিহত দুইজন ওখানে কি কারনে গিয়ে ছিলেন তিন তা জানেন না।আশাশুনি থানার ওসি গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে,ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।