প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০:১২
বরিশালে কীর্তনখোলা নদী তীরের বিআইডব্লিউটিএ’র জমির অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় ডিসি ঘাটসহ কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর।
এসময় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষণ একাডেমী এলাকার অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর ডিসি ঘাট এলাকা এবং স্টিমার ঘাট নদীর তীর অবস্থিত নদীবন্দর এলাকায় বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।