প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩
দীর্ঘ প্রায় দেড় বছর পর সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে শ্রেণি কক্ষে স্ব শরীরে পাঠদান কার্যক্রমও শুরু করতে দেখা গেছে। দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শিক্ষকদের মধ্যেও ছিলো কর্মচাঞ্চল্য।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও ডলি মেমোরিয়াল স্কুলে দেখা যায়, শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠানে প্রবেশ করলে শ্রেণিকক্ষে প্রবেশের আগে মাদ্রাসার এবং স্কুল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান। আজ প্রতিষ্ঠানে এসে খুব আনন্দ হচ্ছে। এতো দিন বন্ধু-বান্ধবীদের সাথে দেখা করার তেমন কোন সুযোগ হয়নি। এছাড়াও ঘরে বসে পড়াশুনা করতে তেমন ভালো লাগছিলো না।
তারা আরও জানায়, আমাদের প্রিয় প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় শিক্ষকরা আমাদের নিয়মিত অ্যাসাইনমেন্ট দিয়েছে।তবে এতে আমাদের লেখাপড়া তেমন ভালো হয়নি। কারণ অ্যাসাইনমেন্ট অনুযায়ী পড়তে বসে অনেক সময় পড়াগুলো বুঝতে পারিনি। আজ থেকে প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের নিকট থেকে সব ধরনের পড়া বুঝে নিতে পারবো এতে আমাদের অনেক সুবিধা হবে।
পাউশগাড়া মাদ্রাসার শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, প্রতিটি বড় বেঞ্চে দুই জন করে শিক্ষার্থী বসানো হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা করোনা সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন। এরপর মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এরপর আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়।
অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে মাদ্রাসা ক্যাম্পাস। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে বসানো হচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ঝুঁকি এড়াতে আমরা মাদ্রাসায় আইসোলেশন সেন্টার স্থাপন করেছি। সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা স্বশরীরে ক্লাস শুরু করছি।
বাংলাহিলি ডলি মেমোরিয়াল স্কুলের শ্রেণি কক্ষ ঘুরে দেখা যায়, প্রতিটি বেঞ্চে একজন শিক্ষার্থী বসানো হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে স্কুলে প্রবেশ করলে শ্রেণি কক্ষে প্রবেশর আগে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ডলি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা মোতাবেক সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে স্কুল খোলা হয়েছে। আমরা প্রতিষ্ঠানের প্রবেশ পথে হাত ধোঁয়ার ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিটি ক্লাসে হ্যান্ড স্যানিটাইজারসহ প্রত্যেককে মাস্ক পড়ে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাসের ব্যবস্থা করেছি। অনেক দিন পর শিক্ষার্থীরা স্কুলে এসে অনেক আনন্দিত হয়েছে।
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, করোনার সংক্রমণ নিন্ম মুখি হওয়ায় দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর, সরকারের নির্দেশনা মোতাবেক আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করে সরাসরি শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।