প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২০:৫
কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রােহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।ধৃত আসামী হলেন উখিয়ার বালুখালী ৮ ই রােহিঙ্গা ক্যাম্পের ৮৭ ব্লকের রোহিঙ্গা নুর আলমের ছেলে নুরুল আমিন (২৪ )।
রবিবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল রাজাপালং ইউনিয়নের কুতুপালং টিভি রিলে উপকেন্দ্রের প্রবেশ গেইটের সামনে কক্সবাজার- টেকনাফ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
পরে জনসম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি আরো জানান আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।