প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ২২:৫২
জয়পুরহাটের পাঁচবিবিতে ইজিবাইক চালক হত্যা মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,উপজেলার লাটপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে দিলজার মুন্সি (৪০) ও মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল হাই (৪০), নাকুরগাছি গ্রামের আহারুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৩৫) এবং গুনাইমাগুরা গ্রামের আঃ করিম শেখের ছেলে আল আমিন (২৭)।
মামলা সূত্রে জানা যায়,উপজেলার শালাইপুর-হিলি সড়কের ছালাখুর এলাকায় গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে ইজিবাইক চালক ও মনোয়ারুল ইসলাম (২৫ কে হত্যা করে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অপরাধে পুলিশ ওই ৪ জনকে আটক করে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন,ইজিবাইক চালককে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।