প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১৯:৩০
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি অপরিবর্তিত থাকায় আজ বুধবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অভ্যান্তরীণ নদ-নদীগুলোর পানি বাড়ছেই। আবারও যমুনা নদীতে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি একটি পয়েন্টে আজ বুধবারও স্থিতিশীল রয়েছে, তবে অভ্যন্তরীণ নদ-নদীসহ অপর পয়েন্টে আবারও বৃদ্ধি পেয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোর বসতবাড়িতে পানি ওঠায় বিশুদ্ধ খাবার পানির সংকটে বিপাকে রয়েছেন বানভাসিরা। বন্যাকবলিত এলাকাগুলোতে এখনও শুরু হয়নি ত্রাণ তৎপরতা।
এদিকে, জেলার যমুনা নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোর বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়ছে মানুষ। পানিবন্দি এলাকাগুলোর টিউবওয়েল পানির নিচে তলিয়ে থাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত, বীজতলা, সবজিসহ বিভিন্ন ফসল। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। বন্যাকবলিত এলাকাগুলোতে এখনও শুরু হয়নি ত্রাণ তৎপরতা।