প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১:১৪
ভোলার লালমোহনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত করোনাকালীন প্রণোদনার ‘এসএমই’ ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিআরডিবি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক তুলে দেয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র ভোলা জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামন সরকার। প্রথম পর্যায়ে লালমোহনে ২১ জন পল্লী উদ্যোক্তার মধ্যে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) এইচএম সুমন, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সগির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।।