প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ২১:২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ১৫.১৭.২১ শে আগস্টের হামলা একই সূত্রে গাঁথা এরই প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিন মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্তুজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল হাসান।