প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২৩:০
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আহত দুই মাছের পোনা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন কালকিনি উপজেলার লক্ষীপুর পখিরা এলাকার আব্দুর রশিদের পুত্র বাদল সরদার (৪৫) এবং একই এলাকার ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, শুক্রবার সকালে অটো ভ্যানে করে কালকিনি থেকে মাছের পোনা নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী বাদল ও তার সহকর্মী লোকমান। পথিমধ্যে গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই দুই ব্যবসায়ী।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।