প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০:৪২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া করোনা কালিন সময় বাংলা হেল্প এর উদ্যোগে কে কে এস বিএইচ এডাব্লিউ আর (কর্মীজিবী) কল্যাণ সংস্থা এর আয়োজনে ১’শ যৌনকর্মী ও ১,শ প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। বুধবার (১৮ আগস্ট ) বেলা ১২টার সময় দৌলতদিয়া কে কে এস স্কুল মাঠ চত্বরে এই খাদ্য সামগ্রী বিতণ করা হয়।
এ সময় প্রতি পরিবারকে ২০,কেজি চাউল,৩ লিটার তেল , ২কেজি ডাউল, ১,কেজি চিনি, ১ কেজি লবণ,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, গুড়া দুধ ৫০০ গ্রাম, ৩ টি গোসলের সাবান, ৩টি হুইল সাবান, নগত ৫’শ টাকা করে প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.আজিজুল হক , দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক মো. ফকীর আমজাদ হোসেন, বাংলা হেল্প এর পরিচালক লুথার দাস, ই ডি ফকির জাহিদুল ইসলাম, মুঞ্জু আলম প্রমুখ।