প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১:৩৭
কলাপাড়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লি. (বিসিপিসিএল) এর সিএসআর কার্যক্রমের আওতায় এ খাদ্য সহায়তা দেয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
শনিবার (১৪ আগষ্ট) টিয়াখালী ইউনিয়নের ২০০ ও লালুয়া ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ২টি লাক্স সাবান, ১টি হুইল সাবান এবং ৫টি করে ফেইস মাস্ক প্রদান করা হয়।
এসব বিতরণকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদৌস রহমান ও ইউপি সদস্যবৃন্দ এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শাহ্ আব্দুল হাসিব (তত্বাবধায়ক প্রকৌশলী-অপারেশন), জোবায়ের আহমেদ (তত্বাবধায়ক প্রকৌশলী, মেইনটিনেন্স), রেজওয়ান ইকবাল খান (নির্বাহী প্রকৌশলী), শহীদ উল্ল্যাহ ভূইয়া (ম্যানেজার, ফ্যাসিলিটি, এডমিন এন্ড এইচআর), মোহাম্মদ তারিক নূর (নির্বাহী প্রকৌশলী) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) মো: শাহ্ আব্দুল হাসিব জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে (বিসিপিসিএল) খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এবং এসময় ৩৫০ জন অসহায় দু:স্থদের মাঝে এসব বিতরণ করা হবে।