প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১:১১
ঠাকুরগাঁওয়ে বান্ধবীর বাসায় যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে জাকিয়া সাদিকা (১৩) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে বান্ধবীর বাসায় যাবার কথা বলে নিজ বাসা থেকে বের হয় এই শিক্ষার্থী,পরবর্তীতে আর বাসায় ফিরেনি। শনিবার (১৪ আগস্ট) সকালে নিখোঁজ সন্তানের বিষয়ে বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। নিখোঁজ এই শিক্ষার্থী বরুনাগাঁও দাখিল মাদ্রসার ৭ম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার ফাড়াবাড়ী দক্ষিণ বঠিনা গ্রামের হামিদুর রহমানের মেয়ে।
যানা যায়, শুক্রবার(১৩ আগস্ট) দুপুরে শিক্ষার্থী জাকিয়া সাদিকা বরুনাগাঁও বান্ধবীর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় জাকিয়া বাসায় না ফিরলে পরিবারের স্বজনেরা তার বান্ধবীর বাসায় খবর নিয়ে যানতে পারে সে সেখানে যায়নি। পরে জাকিয়ার পরিবারের স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করলেও কোন ভাবে তাকে পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর বাবা হামিদুর রহমান বলেন, গতকাল দুপুরে আমার মেয়ে তার বান্ধবীর বাসায় যাবার কথা বলে বের হয়। অনেক সময় হয়ে যাবার পরে আমরা তার বান্ধবীর পরিবারের লোকদের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমার মেয়ে নাকি তাদের বাসায় যায়নি। আমরা আমাদের বিভিন্ন আত্বীয় স্বজনদের বাসায় খোঁজ নেই কিন্তু তাকে পাওয়া যায়নি। আমি বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রী করি।
ঠাকুরগাঁও সদর থাানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন,স্কুলছাত্রী নিখোঁজ এই মর্মে তার বাবা একটি সাধারণ ডায়রি করেছে। ওই ছাত্রীর বিষয়ে খোঁজখবর অব্যাহত রয়েছে।