প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ২:২১
দিনাজপুরের হিলিতে ডাকাতির মামলায় পলাতক আসামী আল-মামুন (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি মোড় হইতে ঘোড়াঘাটগামী পাকা রাস্তার পাশে সুমন আবাসিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আল মামুন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার গুচ্ছগ্রামের রহিম বাদশার ছেলে।
শুক্রবার(১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় প্রেসবিফ্রিং মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, চলতি বছরের গত জুলাই মাসের ২০ তারিখে হাকিমপুর থানার ১৫/১১৪ নং ডাকাতি মামলার আসামী গ্রেফতার করার লক্ষে প্রযুক্তির সহায়তায় হাকিমপুর থানা পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে উপজেলার সুমন আবাসিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কালে লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।