প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২:৩৬
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া সাধারন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান দিপু, কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমূখ।
এসময় বক্তারা মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি তরিকুল ইসলাম সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এর আগে জেলা ছাত্রলীগ ও মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ একই ইস্যুতে মানববন্ধন ও সমাবেশ করে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাত নয় টার দিকে আধিপত্য বিস্তারের জেরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দলীয় প্রতিপক্ষরা।
এছাড়া তার বাম হাত ভেঙ্গে দেয়া সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। স্থানীয়রা তাকে প্রথমে কলাপাড়া হাসাপাতালে নিয়ে গেলে প্রথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কজেল হাসপাতালে প্রেরন করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজে
চিসিাধীন অবস্থায় তার মৃত্যু হয়।