
যৌতুক না দেয়ায় নানা-মামা শ্বশুরকে বেঁধে নির্যাতন

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০:২

সাভারে যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে আসায় স্ত্রীর নানা ও মামাকে হাত বেধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন আবুল কালাম ও তার বাবা বসির মহাজন।

বৃহস্পতিবার দুপুরে সাভারের নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১০আগষ্ট)দুপুরে সোনিয়া আক্তারের শ্বশুর বাড়িতে নানা আবদুল মান্নান মোল্লা ও সোনিয়ার মামা শহিদ মোল্লা আসলে তাদের সাথে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়।

বিয়ের সময় যৌতুক না দেওয়াই ও তেমন খোজ খবর না নেয়ায় ১০ আগষ্ট মেয়ের নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসেন।
বিয়ের সময় পিতৃহারা সোনিয়ার পক্ষ হতে জামাইকে যৌতুক না দেয়া নিয়ে আক্রোশে পূর্ব পরিকল্পিতভাবে নানা শশুর ও মামা শশুরকে বাড়ীর ছাদে নিয়ে পাইপের সাথে হাত বেধে মারপিট করেন মেয়ের জামাই আবুল কালাম ও আবুল কালামের বাবা বসির মহাজন।

মারধর শেষে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা কেড়ে নিয়ে ছাদে নিয়ে আবারও মারধর করে হত্যার চেষ্টা করে, এসময় তাদের আত্ত চিৎকারে এলাকাবাসী ঘটনা স্তলে এসে ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

এলকা বাসি আর বলেন, বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম বখাটে হওয়ায় এলাকায় নানা অপরাধ মুলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাননা কারণ তারা প্রভাবশালী।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবন্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ
