প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ১৭:৩৯
গাজীপুরে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার (৯ আগস্ট) সকালে সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানার ২য় তলায় আগুন লাগে। এ সময় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।