প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২২:২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১-তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, মহিলা বিষয়ক কর্তকর্তা ওবায়দুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী মন্ডলসহ অনেকে।আলোচনা সভা শেষে উপজেলার ৭ জন দুস্থ্য মহিলাকে একটি করে সেলাই মেশিন ও ৭ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।