প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২০:৩৫
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ট্রাক উল্টে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।আজ রোববার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন।ইউএনও জানান, ঢাকায় যাওয়ার জন্য ট্রাকটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল।
এসময় কাছিকাটা এলাকায় ট্রাকটি অন্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।