প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৮:৫৮
বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে রবিবার ৮ আগস্ট দুপুর ১২ টায়, উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভা শেষে দিবসটি উপলক্ষ্যে হিজলার ৬ ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত সাতজন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন প্রাপ্ত নারীগণ হলেন, বড়জালিয়া ইউনিয়নের নুপুর রাণী,ঊর্মি আক্তার, তাহিয়া রিমা, গুয়াবিড়িয়া ইউনিয়নের রত্না চন্দ্র, রহিমা বেগম, হরিনাথপুর ইউনিয়নের সাহারা, হিজলা গৌরব্দী ইউনিয়নের সখিনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সুশান্ত দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা( অঃদাঃ) সাবিনা ইয়াসমিন, গণমাধ্যমকর্মীগণ সহ মেশিন গ্রহণ করতে আসা নারীগণ। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।