প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ৩:৫৩
তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমাড়া নতুন বাজার থেকে ০৫(পাঁচ) পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ। আটককৃতর নামে তজুমদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০২, তারিখ ০৬/০৮/২০২১ ইং।
থানা সুত্রে জানা যায়, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১ টার দিকে এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমাড়া ৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় জনৈক করিম খান এর চায়ের দোকানের সামনে থেকে বাউফল থানার শৌলা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জামাল সিকদের ছেলে মোঃ সজিবের দেহ তল্লাশী করে ৫ (পাঁচ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি এসএম জিয়াউল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) মতে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করার প্রস্ততি চলছে।