প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১:১৪
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক মাদক কারবারি রোহিঙ্গা নাগরিক কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫।
৬ আগস্ট (শুক্রবার) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনায় তল্লাশী করে মাটির নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করে।
এসময় দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।