প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০:৭
কৃষক বাঁচাও - দেশ বাঁচাও এ স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা কৃষকলীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক এর সার্বিক সহযোগীতায় ও গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে মঙ্গলবার (৩ আগষ্ট) বিকালে কুমড়াকান্দি এলাকায় শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক কে ৫ কেজি চাল, ডাল,আলু, লবন, ও সাবান বিতরণ করা হয়।উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. শেখ মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন,
জেলা সদর কৃষকলীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, গোয়ালন্দ পৌর কৃষকলীগের আহবায়ক মো. সিদ্দিক মোল্লা, সদস্য সচিব মো. লিটন আলী, যুগ্ন আহবায়ক এস এম দেলোয়ার তুষার, উজানচর কৃষকলীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা সহ প্রত্যেক ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।