প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ২০:১৫
বরিশালে শুরু হওয়া দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ’v এর প্রথম দিন বরিশাল নগরী প্রায় জনশূন্য। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেও নগরজুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধি-নিষেধের আওতায় সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকছে। তবে জরুরি পরিষেবা ও গণমাধ্যম বিধি-নিষেধের আওতার বাইরে থাকছে।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, নৌবন্দর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশী চেকপোস্ট বসিয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর টহল চলছে।যারা গাড়ি নিয়ে সড়কে এসেছেন, তাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। নগরীর কাঁচাবাজার এলাকায় কিছু মানুষের জটলা থাকলেও সড়কে শুধু গুটিকয়েক রিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে বিধি-নিষেধ মেনে বন্ধ রয়েছে শপিংমল, মার্কেট। অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন, সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়নে মাঠে আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।