প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ৩:১৬
দেশের বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বাবুলের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় গোয়ালন্দ মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সোমবার বাদ আছর গোয়ালন্দ বাজার বড় মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মওলানা মোঃ আব্দুল আজিজ।
দোয়ার অনুষ্ঠানে দেশের অর্থনীতি,শিল্প ও গণমাধ্যম ক্ষেত্রে নুরুল ইসলাম বাবুলের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার কমিশনার নিজাম উদ্দিন শেখ,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পলাশ, বিএনপি নেতা হামিদুল হক বাবলু,বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আলিমুজ্জামান আলী,
স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, স্বজন সমাবেশের স্বাস্হ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মিলন হাসান,সহঃ ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ সবুজ,
সহঃ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুক্তার মাহমুদ, স্বজন সদস্য শফিকুল ইসলাম পিন্টু, গোলাম মোস্তফা সোহাগ প্রমূখ।