প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২২:১৯
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ডামুড্যায় মৃত্যু হয়েছে এক জনের।সোমবার ১৯ জুলাই বিকেলে শরীয়তপুরের সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নতুন শনাক্ত ১৫৮ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৪০ জন, জাজিরা উপজেলায় ২ জন , নড়িয়া উপজেলায় ২৬ জন, ভেদেরগঞ্জ ২৬জন, ডামুড্যা ৪০ জন এবং গৌসাইরহাটে ২৪ জন। গত ২৫ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। মোট সুস্থ ২৪৩৩ জন।
শরীয়তপুরে এ পর্যন্ত ১৪৮১৭টি নমুনা পরীক্ষায় ৩৩৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৫ জন। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮৮৮।