প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২১:৩৬
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ৩৫কেজি ওজনের এক বাগাইড় মাছ ধরা পড়েছে।সোমবার দিবাগত মধ্য রাতে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে রশিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সোমবার (১৯ জুলাই) সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত ডাকের মাধ্যমে ১হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।
পরে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে নাটোরের এক ব্যবসায়ী'র নিকট কাছে মাছটি ১হাজার ৩০০শত টাকা কেজি দরে মোট ৪৫হাজার ৫০০শত টাকায় বিক্রি করেন।মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাগাইড় মাছ সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।
রশিদ হালদার বলেন, বড় বাগাইড় মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। ১ দিন পর ঈদ।বাড়ি গিয়ে বউ, বাচ্চাদের নিয়ে ভালো মন্দ খেতে পারব। বাচ্চাদের কিছু নতুন পোশাক কিনতে পারবো।