প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১৮:৩৪
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ১১ বছর পেরিয়ে গেলেও এখনো ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্যাসেঞ্জার বোর্ডিং পাসে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ব্যবহৃত হচ্ছে।
বিমানবন্দরের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবক্ষেত্রেই শাহজালাল বিমানবন্দর ব্যবহার হলেও অজ্ঞাত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স এখনও আগের নাম ‘ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ ব্যবহার করছে।
এ বিষয়ে জানার জন্য বেসরকারি ওই এয়ারলাইন্সে যোগাযোগ করা হলে কোনো কমকর্তা কথা বলতে রাজি হননি।
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেসরকারি এয়ারলাইন্স ইউ-এস বাংলা আইনত কোনোভাবেই ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ ব্যবহার করতে পারে না।
এই বেআইনি কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে ২০১০ সালে।