
দৌলতদিয়ায় যাত্রীদের নিরাপত্তায় তৎপর আনসার সদস্যরা

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ২:২

দৌলতদিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ আনসার রাজবাড়ীর সদস্যরা।

পবিত্র ঈদ-উল আযহা কে কেন্দ্র করে ২১ জেলার প্রবেশদ্বার হিসাবেখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট ও লঞ্চঘাট। করোনা মহামারীর এই সংকটময় মূহুর্তে ঈদ-উল ফিতরের ৬ দিনের ছুটিতে সাধারণ মানুষ ঘাট পাড় হয়ে নিজেদের গন্তব্যে যাচ্ছে।

ঢাকা থেকে আসা অসংখ্য যাত্রীর চাপ সামলাতে এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট জনাব রাশেদুজ্জামান এর নির্দেশক্রমে আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরজমিনে বেলা ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে যে সমস্ত যাত্রী দৌলতদিয়া লঞ্চঘাটে আসছে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে,

কোন হয়রানি যেন না পোহাতে হয়, স্বাস্থ্যবিধি মানাতে, অতিরিক্ত ভাড়া যে আদায় না করে সেজন্য সজাগ রয়েছে, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী ফাতিমা নামের একজন যাত্রী বলেন, আমি লঞ্চ থেকে নামার আগেই আমাকে মাস্ক পরিধান করতে বলেন একজন আনসার সদস্য এবং তিনি নিজে আমার ব্যাগ আর বাচ্চাকে লঞ্চ থেকে সুন্দরভাবে নামিয়ে দেন।


তিনি বলেন, আমরা আনসার বাহিনীর জন্য দোয়া করি। তারা যেন সব সময় দেশের জন্য কাজ করতে পারে।

এ ব্যাপারে রাজবাড়ী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট জনাব, রাশেদুজ্জামান রাশেদ জানান, করোনা মহামারীর এই সংকটময় সময়ে এবং পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দৌলতদিয়া লঞ্চঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাড় হচ্ছে।

তাছাড়া মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনের জন্য যাত্রীদের মাস্ক পরিধান করা, সামাজিক দুরুত্ব বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুইটি প্লাটুনে ১৫ জন করে মোট ৩০ জন আনসার সদস্য ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোতায়েন করা হয়েছে।


গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায় ও উপজেলা প্রশিক্ষক জসিম উদ্দিন পরিদর্শন কালে বলেন, আমরা করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ঘাটের নিরাপত্তার আনসার নিয়োগ করেছি এবং আমরা সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি।

