প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২:২৩
সন্ত্রাস দমন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক নিমূল অভিযান, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়ন ও নির্বাচনোওর সহিংসতা রোধে অগ্রণী ভুমিকা পালন করায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মুহা: নুরুল ইসলাম বাদল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠিত জুন/২১ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল লঁংঃ রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান তাকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
এসময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসানুল হক, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খানসহ বরিশাল রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মুহা: নুরুল ইসলাম বাদল একজন দক্ষ, অভিজ্ঞ চৌকশ, জনবান্ধন ও মানবিক পুলিশ অফিসার। তিনি এ থানায় যোগাযোগ করেই দালালমুক্ত, একাধিক দুর্ধর্ষ ডাকাতসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, সন্ত্রাস, মাদক নিমূল ও আওয়ামী লীগের দলীয় কোন্দলে অশান্ত মঠবাড়িয়াকে শান্ত করা।
এ ছাড়া পুলিশের পেশাদারিত্ব মনোভাব নিয়ে জনসাধারণকে আইনী সেবা দেওয়া এবং আইন- শৃঙ্খলা উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হন।