প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২১:৩৫
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সড়কে ট্রাকের ধাক্কায় ৩ জন অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর অবস্থায় তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ইউনিয়নের বোর্ড অফিস বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন চারজন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।